
এসবিনিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নব-নির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর বলেছেন, আমি আড়াই বছর বয়সে মাকে হারাই। ছোটবেলায় আমার একজন স্কুল শিক্ষিকার মাঝে মায়ের ছায়া দেখতে পেয়েছি। আর একজনের মধ্যে আমি মাতৃত্বকে খুঁজে পেয়েছি, আপনার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) মাঝে আমি আমার মায়ের প্রতিচ্ছবি খুঁজে পাই। তখন প্রধানমন্ত্রী তাকে পাশে বসান। এসময় প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করেন ডাকসু ভিপি নুর। প্রধানমন্ত্রী সস্নেহে তার মাথায় হাত বুলিয়ে দেন।
শনিবার(১৬মার্চ)গণভবনে ডাকসু নেতারা সাক্ষাৎ করতে যান। সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নেতৃত্ব গড়ে তুলতেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। এসময় আন্দোলনে সুযোগ সন্ধানীদের ব্যাপারে সজাগ থাকারও আহ্বান জানান তিনি। তিনি বলেন, কোটা আন্দোলনের নামে ভিসির বাড়িতে আগুন দেয়া গ্রহণযোগ্য নয়। অস্ত্রের চেয়ে কলমের জোর বেশি সেটা প্রমাণ করতে হবে।