
স্টাফ রিপোর্টার: ‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ এই প্রতিপাদ্য নিয়ে শুক্রবার (৯ ডিসেম্বর) খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, দুর্নীতিকে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে প্রতিহত করতে জনগণকে সম্পৃক্ত করতে হবে। জনসম্পৃক্ততা ছাড়া দুর্নীতি দমন করা যাবে না। দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতির চাকা সচল রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত সাধারণ জনগণ একত্রিত হয়ে তাদের মতামত ঠিকভাবে ব্যক্ত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত দুর্নীতি প্রশমিত হবে না। সেইসাথে রাষ্ট্রকেও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সদিচ্ছার মাধ্যমে দুর্নীতি দূর করা সম্ভব। মানুষের সৎ চিন্তাই পারে একটি দেশকে বদলে দিতে। পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধে সকলকে সচেতন ও সক্রিয় হওয়ার আহবান জানান বক্তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তানভীর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির। অনুষ্ঠানে স্বাগত জানান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শেখ আশরাফ-উজ-জামান। সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশনের খুলনার বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ মঞ্জুর মোর্শেদ।
এর আগে দিবসটি উপলক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।