
এসবিনিউজ ডেস্ক: আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদকে স্কায়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুকের নিচের দিকে ব্যথা অনুভব করায় বৃহস্পতিবার তাকে হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার তোফায়েল আহমেদকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, এর আগে সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েলের রক্তে সংক্রমণ ধরা পড়ে। এখন তার অবস্থা উন্নতির দিকে রয়েছে। সংসদ সদস্য তোফায়েল আহমেদের বয়স সত্তরের বেশি।