শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ ❙ ৮ আশ্বিন ১৪৩০

অনিয়ম-দুর্নীতির চিত্র তুলে ধরতে সংবাদপত্রের বিকল্প নেই: কেসিসি মেয়র

স্টাফ রিপোর্টার: খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক বলেছেন, খুলনাসহ দক্ষিণাঞ্চলের অনিয়ম-দুর্ণীতির পাশাপাশি উন্নয়নের চিত্র তুলে ধরতে সংবাদপত্রের বিকল্প নেই। এ কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদপত্র ও সাংবাদিকদের লেখনীর অবাধ স্বাধীনতা দিয়েছেন। তিনি বলেন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে ভোরের ডাক পত্রিকা অনন্য ভূমিকা পালন করে চলেছে।
বুধবার (২০মার্চ) দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খুলনা অফিসের উদ্যোগে নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক ভোরের ডাকের খুলনা প্রতিনিধি এস এম মাহবুবুর রহমানের পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, স্বাধীনতা সাংবাদিক ফোরাম খুলনার সভাপতি ও বিটিভির খুলনা প্রতিনিধি মকবুল হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহাবুব আলম সোহাগ, সময়ের খবরের সম্পাদক ও সময় টিভির খুলনা ব্যুারো মো. তরিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জামাল, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাঈয়েদুজ্জামান স¤্রাট, ইন্ডিপেনন্ডেন্ট টিভির খুলনা প্রতিনিধি এইচ এম শামিমুজ্জামান, খুলনা ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি বাপ্পী খান, দৈনিক অণির্বানের বার্তা সম্পাদক স ম গোলাম মোস্তফা, খুলনা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নেয়ামুল হোসেন কচি, রূপসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন মুকুল, রূপসা উপজেলা নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ শওকত আলী, রূপসা প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম তোতা, প্রবাহের স্টাফ রিপোর্টার মুহাম্মাদ নুরুজ্জামান, দৈনিক কালান্তরের সম্পাদক কাজী তারিক আহমেদ, দৈনিক তথ্যের বার্তা সম্পাদক নুর হাসান জনি, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোসলেম উদ্দীন, জেলা যুবলীগ নেতা জামিল খান, জহিরুল হক রায়হান, খুলনা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য আল মাহমুদ প্রিন্স, দৈনিক আজকের সংবাদের খুলনা প্রতিনিধি জাফর ইকবাল অপু, দৈনিক জনতার বাংলা’র জাহিদুল ইসলাম, সময়ের খবরের তেরখাদা প্রতিনিধি রাসেল আহমেদ ও দৈনিক তথ্যের তরিকুল ইসলাম প্রমুখ।

Related posts