অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো দেশের ফুটবল

এসবিনিউজ ডেস্ক: করোনা ভাইরাসের প্রভাব পড়েছে দেশের ক্রীড়াঙ্গনেও। ক্রিকেট, ফুটবল, হকিসহ সবধরনের খেলা স্থগিত হয়েছে। সবধরনের ক্রিকেট আগেই অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। এবার সেই পথেই হাঁটলো দেশের ফুটবল। অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ফুটবল স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

মঙ্গলবার (২৩ মার্চ) বাফুফে ভবনে প্রফেশনাল ফুটবল লিগ কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভার সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।

এর আগে চলমান বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের খেলা ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছিল। তবে পরিস্থিতির কথা চিন্তা করেই তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো। শুধু প্রিমিয়ার লিগ ফুটবল নয় প্রফেশনাল ফুটবল লিগ কমিটির আওতাধীন সকল খেলাসমূহ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

Related posts