
মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): মেষ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। সকালের দিকে ব্যবসায় ভালো আয়ের সুযোগ পাবেন। খাদ্য দ্রব্য ও ফলমূলের ব্যবসায় ভালো আয় হবে। দুপুরে কোন ভালো সংবাদ পেতে পারেন। বাড়ীতে ছোট ভাই বোনের আগমনের যোগ প্রবল। সাংবাদিক ও মিডিয়া কর্মীরা কাজের ব্যস্ততায় থাকতে পারেন। প্রতিবেশীর বাড়িতে কোন ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার যোগ।
বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): বৃষ রাশির জাতক জাতিকার দিনটি শুভাশুভ মিশ্র। সকালের দিকে কোনো সামাজিক বা দাতব্য কাজে ব্যস্ত থাকবেন। প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভের যোগ প্রবল। দুপুরের দিকে বিকাশ বা রকেটে কিছু টাকা পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি আশা করা যায়। আজ বিক্রেতাদের আশানুরুপ বিক্রয় হবে।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন): মিথুন রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। সকালের দিকে দূর দেশে যাত্রার যোগ। রাস্তাঘাটে কিছু ঝামেলা পোহাতে হবে। সাংসারিক কাজে ব্যয় বৃদ্ধির আশঙ্কা। সকাল সকালই বাজারের পর্ব সেরে ফেলতে পারেন। দুপুর থেকে আপনার সাংসারিক ব্যস্ততা বৃদ্ধি পাবে। ঘর গৃহস্তির কাজে জীবন সাথীকে সাহায্য করতে পারেন। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে।
কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): কর্কট রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়।সকালের দিকে বেচাকেনায় ভালো আয়ের সুযোগ রয়েছে। মিষ্টান্ন ও খাদ্য দ্রব্য প্রস্তুত কারকদের ভালো আয় হবে। দুপরের পর থেকে ব্যয় বৃদ্ধির যোগ। প্রবাসীদের দেশে আগমনের যোগ প্রবল। ট্রান্সপোর্ট ব্যয় বৃদ্ধি পাবে। বিদেশ থেকে ভালো কিছু টাকা আসতে পারে।
সিংহ রাশি (২১জুলাই– ২১ আগষ্ট): সিংহ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আজ কোন আত্মীয়র সাহায্য পেতে পারেন। প্রভাবশালী আত্মীয়র সাহায্য পেতে পারেন। রাজণৈতিক ও সাংগঠনিক কাজে সাফল্য আসবে। দুপুরের পর ব্যবসায়ীক ভাবে কিছুটা লাভবান হতে পারেন। বন্ধুদের সাথে কোন আড্ডায় অংশ নেওয়ার যোগ।
কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর): কন্যা রাশির জাতক জাতিকার দিনটি ভাগ্য উন্নতির। বৈদেশিক কাজে ও বিদেশ ভ্রমনে সাফল্য লাভের যোগ। পিতার সাহায্য পেতে পারেন। যাকাত ফেতরা আদায়ের সুযোগ আসবে। দুপুরের পর থেকে সময় কিছুটা ঝামেলার। সামাজি কোন কাজে কিছুটা বিব্রত হতে পারেন। রাজনৈতিক ভাবে হেনস্তা হওয়ার আশঙ্কা।
তুলারাশি (২৩সেপ্টেম্বর – ২১অক্টোবর):তুলারাশিরজাতকজাতিকারদিনটিমিশ্রসম্ভাবনাময়।সকালেরদিকেবাড়ীতেপাওনাদারেরআগমনহতেপারে।কোনোদুঃসংবাদপেতেপারেন।ঝুঁকিপূর্ণযানবাহনেনাচলাইভালো।দুপুরথেকেধর্মীয়কাজেব্যস্ততাবৃদ্ধিপাবে।জীবীকারজন্যবিদেশযেতেপারেন।আধ্যাত্মীককাজেসাফল্যআশাকরতেপারেন।
বৃশ্চিকরাশি (২২অক্টোবর – ২০নভেম্বর):বৃশ্চিকরাশিরজাতকজাতিকারদিনটিমিশ্রসম্ভাবনাময়।অবিবাহিতদেরবিয়েরকথাবার্তায়অগ্রগতিহতেপারে।ব্যবসায়ীরাকিছুলাভেরসুযোগপাবেন।দুপুরথেকেসময়কিছুটাপ্রতিকূলহয়েযাবে।হঠাৎকরেইআর্থিকসঙ্কটেরসম্মূখীনহতেপারেন।যানবাহনওট্রান্সপোর্টসংক্রান্তব্যবসায়ভালোআয়রোজগারহবে।
ধনুরাশি (২১নভেম্বর – ২০ডিসেম্বর):ধনুরাশিরজাতকজাতিকারদিনটিমিশ্রসম্ভাবনাময়।সকালেরদিকেব্যবসায়ীককাজেকিছুঝামেলাহবে।কর্মচারীদেরকারোকারওসাথেকিছুমনমালিন্যহওয়ারআশঙ্কা।দুপুরথেকেদাম্পত্যক্ষেত্রেকিছুঝামেলাহতেপারে।অংশিদারীকাজেকিছুলোকশানেরআশঙ্কা।জীবনসাথীরসাথেমনমালিন্যহতেপারে।
মকররাশি (২১ডিসেম্বর – ২০জানুয়ারি):মকররাশিরজাতকজাতিকারদিনটিঝামেলাপূর্ণ।সকালথেকেইপ্রেমেরক্ষেত্রেকিছুঝামেলাহওয়ারআশঙ্কা।সন্তানেরসাথেকোনবিষয়েঝামেলাহতেপারে।দুপুরথেকেকাজেকর্মেকিছুঝামেলাদেখাদেবে।গুরুত্বপূর্ণকাগজহারিয়েফেলতেপারেন।বকেয়াবিলআদায়করারক্ষেত্রেঝামেলাওবিরোধেরআশঙ্কা।
কুম্ভরাশি (২১জানুয়ারি –১৮ফেব্রুয়ারি):কুম্ভেরজাতকজাতিকারদিনটিমিশ্রসম্ভাবনাময়।পারিবারিকক্ষেত্রেকারওসাহায্যলাভেরসুযোগআসবে।আত্মীয়দেরকাছথেকেসকালেরদিকেকিছুসাহায্যআসবে।দুপুরেরপরপ্রেমেকিছুঝামেলাদেখাদেবে।সৃজনশীলকাজেরসাথেজড়িতদেরদিনটিভালোযাবেনা।শিল্পকলারচর্চায়কিছুঝামেলাদেখাদেবে।
মীনরাশি (১৯ফেব্রুয়ারি – ২০মার্চ):মীনেরজাতকজাতিকারদিনটিভালোযাবে।সকালেরদিকেবাড়ীতেছোটভাইবোনেরআগমনেরযোগপ্রবল।বিদেশথেকেকিছুঅর্থআসতেপারে।মানিএক্সেঞ্জওবিকাশরকেটএজেন্টদেরভালোআয়রোজগারহবে।দুপুরেরপরবাড়িতেবহুআত্মীয়সমাগমেরযোগ।যানবাহনক্রয়করতেপারেন।