
স্টাফ রিপোর্টার: খুলনা বিশ্ববিদ্যালয়ে জার্মানিতে উচ্চশিক্ষার,স্কলারশিপ ও ভিসা সংক্রান্ত বিষয়ে এক ইনফরমেশন সেশন বৃহস্পতিবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত হয়।
অ্যালামনাই এসোসিয়েশন অব জার্মান ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ এর এডুকেশন এন্ড রিসার্চ সেক্রেটারি খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেষ্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনে প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন বাংলাদেশস্থ জার্মান দূতাবাসের কালচার এন্ড এডুকেশন অফিসার তামারা কবীর এবং ড্যাড বাংলাদেশের প্রতিনিধি রুমানা কবীর। ইনফরমেশন সেশনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন। জার্মানিতে মাস্টার্স, পিএইচডি এবং পোস্টডক্টরাল প্রোগ্রামে বাংলাদেশী শিক্ষার্থীরা কীভাবে ভর্তির সুযোগ পেতে পারে এবং স্কলারশিপ লাভ করতে পারে, তাছাড়া ভিসা ও কর্মসংস্থানের বিষয় নিয়েও প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করা হয়।